হামিদুল্লাহ সরকার
নীলফামারীতে নীলফামারী প্রেসক্লাবের বর্ষবরণ উদযাপন কমিটির আয়োজনে ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় নীলফামারী প্রেসক্লাব থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নীলফামারী ডিসিস গার্ডেনে শেষ হয়। পরে নীলফামারী প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা, পান্তাভোজ, সফল উদ্যোক্তার গল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নীলফামারী প্রেসক্লাবের বর্ষবরণ উদযাপন কমিটির আহবায়ক নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক নবচেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হামিদুল্লাহ সরকারের সভাপতিত্বে বক্তব্য বলেন সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ডেইলি স্টার এর নীলফামারী জেলা প্রতিনিধি, দেশ টিভির নীলফামারী প্রতিনিধি আমিনুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম আর রাজু ডেইলি সান নীলফামারী জেলা প্রতিনিধি, নীলফামারী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক খোলা কাগজের নীলফামারী জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, নীলফামারী প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক বাংলাদেশ খবরের নীলফামারী জেলা প্রতিনিধি তৈয়ব আলী সরকার, নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপ কমিটির সদস্য সচিব হবংি২৪ এর জেলা প্রতিনিধ আব্দুর রশিদ শাহ, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আর টিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুর আলম ও নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান প্রমুখ আলোচনা সভা ও পান্তা ভোজে শতাধিক সাংবাদিক ও বিভিন্ন পেশার লোক উপস্থিত থেকে পান্তা ভাত খায়। আলোচনা শেষে প্রেসক্লাবের সাংবাদিকরা এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।