হামিদুল্লাহ সরকার, নীলফামারী
নীলফামারীর জলঢাকা রিপোর্টার্স ক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগষ্ট রাতে জলঢাকা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে জলঢাকা প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান কবির লেলিন। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জলঢাকা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মো.জিকরুল ইসলাম, সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক মো. খোকনুজ্জামান খোকন, দপ্তর সম্পাদক রাসেল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আপনাদের লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনা সম্ভব।
