ePaper

নীলফামারীতে স্বেচ্ছায় চার বছর ধরে অরক্ষিত রেল ক্রসিংয়ের দায়িত্বে আজিজুল

হামিদুল্লাহ সরকার,নীলফামারী

নীলফামারীতে মানুষের নিরাপত্তার জন্য মানবতার তাগিদে স্বেচ্ছায় চার বছর ধরে খয়রাত নগর স্টেশনের সামনে বাবুরহাট সড়কের অরক্ষিত রেল ক্রসিংয়ের পাহাড়াদারির দায়িত্ব পালন করছেন আজিজুল। জানা যায়, অসহায় দরিদ্র আজিজুল ইসলাম (৫৮) বছর বয়সে এসেও প্রচণ্ড রোদে ও বৃষ্টিতে ভিজে মেয়ে জামাইর সংসারে খেয়ে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে এই অরক্ষিত রেল ক্রসিংয়ে স্বেচ্ছায় পাহাড়াদারি করে আসছেন প্রায় ৪বছর থেকে। আজিজুলের এক স্ত্রী ও চার মেয়ে সব মেয়েকে বিয়ে দিয়ে স্ত্রীসহ থাকেন তৃতীয় মেয়ে আশামনির স্বামী জবেদুল ইসলামের সংসারে। প্রায় ৪বছর আগে এই অরক্ষিত রেল ক্রসিংয়ে পাহাড়াদার না থাকায় উত্তরা ইপিজেডের ৪জন শ্রমিক রেলে কাটা পরে প্রাণ হারান। এ ঘটনার পর থেকে অসহায় দরিদ্র আজিজুল ইসলাম প্রতিশ্রুতি নেন যাতে এই অরক্ষিত রেল ক্রসিংয়ে আর কোন প্রাণ হারাতে না হয় এজন্য তিনি আজীবন পাহাড়াদারি করে যাবেন এবং সেই সময় থেকে তিনি পাহাড়াদারি করে আসছেন। মাঝে মাঝে আজিজুল ইসলাম অসুস্থ থাকলে তার মেয়ে জামাই জবেদুল ইসলাম এই পাহাড়াদারি দায়িত্ব পালন করেন। এই কাজে তার সাথে আতা ফকির নামে আরো একজন ব্যক্তি দায়িত্ব পালন করেন। পাহাড়াদার দরিদ্র আজিজুল ইসলামের দাবি, বতর্মান প্রধান উপদেষ্টা এই এলাকার মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে বিশেষ নজর দিয়ে নীলফামারীর খয়রাত নগর স্টেশনের সামনে বাবুরহাট সড়কে একটি স্থায়ী রেল ক্রসিং গেট দিয়ে তাকে গেটম্যান হিসেবে স্থায়ীকরন করেন। এবিষয়ে চিলাহাটি স্থল বন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি আবু মুসা মাহমুদুল হক বলেন, অরক্ষিত রেল ক্রশিঙ্গে যারা নিজ উদ্যোগে দায়িত্ব পালন করে দুর্ঘটনায় মানুষের জীবন নিরাপত্তার জন্য কাজ করে আসছে তাদের স্থায়ীকরন করা হউক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *