হামিদুল্লাহ সরকার
নীলফামারীর জলঢাকায় ১৯ এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নীলফামারী প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর অধ্যক্ষ মাও.আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সাধারণ সম্পাদক আনতাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা এসিস্টেন্ট সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আনিছুর রহমান। সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার এসিস্টেন্ট সেক্রেটারি এ্যাড. মামিনুর রশিদ পাটোয়ারী প্রমূখ।