হামিদুল্লাহ সরকার,
নীলফামারীর রামনগরে খেলার ব্যাট ভাঙার ঘটনাকে কেন্দ্র করে মারপিটে ৫ জন জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায়,নীলফামারী সদর উপজেলা রামনগর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের রেজাউল করিমের পুত্র হৃদয়ের একটি খেলার ব্যাট একই এলাকা রফিকুলের পুত্র মোঃ রাব্বি ভেঙ্গে ফেলে। ওই ব্যাটের জন্য ঝগড়া বাধলে রবিবার তারা প্রায় ১০ থেকে ১২ জন লাঠি ছোরা, বাসিলা সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হৃদয়ের বাড়িতে আসে এবং লোকজনকে এলোপাতাড়ি মারপিট শুরু করে দেয়।এতে জখম হয় বিপ্লব (২২) আব্দুল মান্নান (২৫ )প্রতিবন্ধী রানা ( ১৬ )রোকসানা,ময়না (২১) পরের স্থানীয়রা আহতদেরকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
