নীলফামারীতে নানা আয়োজনে রেড ক্রিসেন্ট দিবস পালন

হামিদুল্লাহ সরকার, নীলফামারী

নানা আয়োজনে নীলফামারীতে গতকাল বৃহস্পতিবার বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন, বনার্ঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সকালে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন শেষে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা ত্রাণ পুর্নবাসন মনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক। রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের আজীবন সদস্য মারুফ খানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের ইউনিট লেভেল অফিসার ফজলুল করিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির যুগ্ম-আহবায়ক সাইয়েদ গোলাম আযম ও ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুইজ, চিত্রাঙ্কন, বালিশ খেলা ও বেলুন ফাটানো প্রতিযোগিতায় বিজয়ী ২১ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *