হামিদুল্লাহ সরকার
নীলফামারীতে দুদকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নীলফামারী প্রেসক্লাব হল রুমে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন রংপুর বিভাগীয় উপ সহকারী দুর্নীতি দমন কর্মকর্তা শাওন মিয়া ও সহকারী দুর্নীতি দমন কর্মকর্তা সাবদের হোসেন। এ সময় নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য বলেন রংপুর বিভাগীয় উপসহকারী দুর্নীতি দমন কর্মকর্তা শাওন মিয়া, সহকারী দুর্নীতি দমন কর্মকর্তা সাবদের হোসেন। তারা নীলফামারী জেলা সদরসহ নীলফামারী জেলায় অবস্থিত সরকারি অথবা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হলে গণ শুনানিতে আপনার অভিযোগ তুলে ধরুন এবং দুর্নীতির খবর লেখার আহ্বান করেন। তারা জানান আগামী ২০ এপ্রিল ২০২৫ রবিবার সকাল ৯ ঘটিকার সময় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বাংলাদেশ দুদক চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন মাননীয় চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন, মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজী, মাননীয় কমিশনার (তদন্ত)দুর্নীতি দমন কমিশন, ব্রিগেডিয়ার জেনারেল অফ হাফিজ আহসান ফরিদ মাননীয় কমিশনার (অনুসন্ধান)দুর্নীতি দমন কমিশন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুর আলম, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি দৈনিক জনকণ্ঠ, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান আর টিভি জেলা প্রতিনিধি নীলফামারী, দৈনিক নবচেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ হামিদুল্লাহ সরকার সহ নীলফামারী জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।