হামিদুল্লাহ সরকার, নীলফামারী
নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ১’শ ৪৪জনের মাঝে অর্থ সহায়তা দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার সকালে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতাউর রহমান, ওয়ারিয়স অব জুলাই নীলফামারী আহবায়ক নাজমুস সাকিব ও সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুন্না রানী চন্দ জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রত্যেকে ১লাখ করে টাকার চেক প্রদান করা হয়।