ePaper

নীলফামারীতে কুখ্যাত সন্ত্রাসী শাহজাহান মিয়া সেনাবাহিনীর হাতে গ্রেফতার

হামিদুল্লাহ সরকার, নীলফামারী

নীলফামারীর ডোমারের এক পল্লী থেকে কুখ্যাত সন্ত্রাসী ও সুদিব্যবসায়ী শাহজাহান মিয়া (৩৫) সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার রাতে নীলফামারীর ডোমার উপজেলার মৌজা পাঙ্গা ৩নং ওয়ার্ডের এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে, ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নীলফামারী আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রওশন আলীর নেতৃত্বে ও ডোমার থানা পুলিশের যৌথ অভিযানে শাহজাহান মিয়াকে আটক করা হয়। আটককৃত শাহজাহান মিয়াকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডোমার থানায় হস্তান্তর করা হয়। অভিযান চলাকালীন সময় শাহজাহান মিয়ার ঘড় তল্লাশি করে অনেকগুলো ফাঁকা স্ট্যাম্প, ফাকা চেক ও বেশ কিছু জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। জানা যায়, শাহজাহান মিয়া এলাকার বিভিন্ন লোকের কাছে সুধের বিনিময়ে টাকা দেয়। টাকা দেওয়ার সময় লোকজনের কাছ থেকে ফাকা স্ট্যাম্প, ফাকা চেক ও ন্যাশনাল আইডি কার্ড জমা রাখে যা পরবর্তীতে ফাকা স্ট্যাম্পে তার ইচ্ছা মত টাকা বসিয়ে এলাকার অনেক মানুষকে সর্বশান্ত করেন। গত দুই মাস আগে তার অত্যাচারে স্বপন নামে এক ব্যক্তি মারা যায়। আরো জানা যায়, অভিযান চলাকালীন সময় সে সেনাবাহিনীর সাথে খুব খারাপ ব্যবহার করে এবং অস্ত্র ও ম্যাগাজিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাড়ির গেট বন্ধ করে সেনাবাহিনীর উপর আক্রমণ করার আদেশ দেয়। মাদক ও প্রতারনা সংশ্লিষ্ট কর্মকাণ্ড কমিয়ে আনার লক্ষ্যে নীলফামারী আর্মি ক্যাম্প নিয়মিত তাদের দায়িত্বপূর্ণ এলাকা পর্যবেক্ষণ করছে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *