নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদেরকে এখন নির্বাচনবিরোধী বলা হচ্ছে। বিএনপি নির্বাচনের কথা বলছে। আমরা নির্বাচনসহ আরও দুইটি বিষয়ের কথা বলছি। আমরা বলছি- আমাদের নির্বাচনও লাগবে, আবার বিচার-সংস্কারও লাগবে। আমাদের অবশ্যই সংস্কারের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘নতুন সংবিধান’ বিষয়ক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হাসনাত। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ উঠান বৈঠকের আয়োজন করে। হাসনাত আবদুল্লাহ বলেন, নূর ভাইয়ের (নূরুল হক নূর) ওপর আক্রমণটা আমাদের জন্য একটা ম্যাসেজ। আমরা দেখেছি তারেক জিয়াকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। এনসিপির এ নেতা আরও বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে। আমরা এসেছি- ওনি ওনার লোক পাঠিয়ে জানতে চেয়েছেন- আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কি না। আমাদের জন্য ওনি কিছু উপহার পাঠিয়েছেন। এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমাদের অবশ্যই ওয়েলকাম করা উচিত। বৈঠকে আরও বক্তব্য দেন- এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।
