ePaper

নিডো ৫+ এর মোড়ক উন্মোচনে সুইস রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে এসেছে নিডো ৫+, যা স্কুলগামী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি।

গত সোমবার (১২ মে) এক জমকালো অনুষ্ঠানে নিডো ৫+ এর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি।

অনুষ্ঠানে তিনি বলেন, সুইজারল্যান্ড গর্বিত যে নেসলের মতো সুপরিচিত বহুজাতিক কোম্পানির উৎপত্তি সুইজারল্যান্ডের বুকে।

রাষ্ট্রদূত রেংলি আরো উল্লেখ করেন, নেসলে এবং অন্যান্য সুইস কোম্পানিগুলো বাংলাদেশে শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, যারা হাজারো মানুষের কর্মসংস্থান জোগায় এবং সুইজারল্যান্ডের উৎকর্ষ মানের পণ্য ও পরিষেবা বাংলাদেশে দেয়। নিঃসন্দেহে ‘বাংলাদেশের সাফল্যের গল্প’ এর নতুন অধ্যায় লেখায় উল্লেখযোগ্য অবদান রাখছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানগুলো।

বিশ্বের এক নম্বর মিল্ক ব্র্যান্ড নিডোর আছে সুইস ঐতিহ্য এবং ৮০ বছরেরও বেশি পুষ্টিবিষয়ক অভিজ্ঞতা। স্কুলগামী শিশুদের জন্য সঠিক পুষ্টি যখন অভিভাবকদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তখনই নেসলে বাংলাদেশ নিয়ে এলো নিডো ৫+, যেটি একমাত্র সুইস ব্র্যান্ড যা শিশুদের বেড়ে ওঠার বছরগুলোতে জ্ঞানের বিকাশ, দৃষ্টি এবং শক্তির জন্য গুরুত্বপূর্ণ ২০টি ভিটামিন এবং খনিজ দিয়ে বিশেষভাবে তৈরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *