ePaper

নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ নাকি মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ দল৷ নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। তবে তার আগে আলোচনায় দলের একাদশ নিয়ে। কেননা ভারতের বিপক্ষে পায়ের ইনজুরির কারণে খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। আর রাওয়ালপিন্ডিতে তাকে দলে ফেরানোর ভাবনাও রয়েছে। 

জাকের আলি অনিক ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন ভারতের বিপক্ষে ভরাডুবির সেই ম্যাচে৷ অন্যদিকে মুশফিকুর রহিম ব্যাট হাতে করেছিলেন গোল্ডেন ডাক। এছাড়া তাওহীদ হৃদয়ের সেঞ্চুরির ফলে ভারতের বিপক্ষে ২২৮ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তবে প্রশ্ন হচ্ছে মাহমুদউল্লাহ দলে ফিরলে বাদ পড়বেন কে। গুঞ্জন রয়েছে মুশফিককেই জায়গা ছাড়তে হতে পারে।

জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক গতকাল গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে মাহমুদউল্লাহর ইনজুরি প্রসঙ্গে বলেন, ‘ফিজিওর উপর নির্ভর করেছে। আজকে প্র্যাকটিস করলো। অবস্থাটা এখনও জানায়নি ফিজিওরা। ওরা জানাবে খুব সম্ভবত প্র্যাকটিস শেষে আরকি।’

পরে মুশফিকুর রহিমের ফর্ম চিন্তার কারণ কি না প্রশ্নে রাজ্জাক বলেন, ‘কেন চিন্তার কারণ হবে? একটা ম্যাচ খারাপ করেছে। এটা যে কেউই হতে পারে। আমার মনে হয় না যেকোনো একজন ব্যাটারের পারফরম্যান্স এত চিন্তার কারণ হবে।’

দলের অবস্থা নিয়ে রাজ্জাক বলছিলেন, ‘টিমের অবস্থা ভালো। ভালো প্র্যাকটিস করছে, সুযোগ-সুবিধা নেট বোলার সবকিছুই মোটামুটি ভালো আছে। প্রথম ম্যাচ তো চলেই গেছে, তা তো আর টেনে নেওয়া যাবে না। ফল যাই হোক, জেতা-হারা যাই হোক। এছাড়া দলের সব অবস্থা ভালোই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *