ePaper

নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে মাসুদ-পন্টি পূর্ণ প্যানেল জয়ী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে মাসুদ-পন্টির নেতৃত্বাধীন প্যানেল। ক্লাবের সভাপতি পদে জয় পেয়েছেন আবু সাউদ মাসুদ (আমার দেশ) ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন আফজাল হোসেন পন্টি (বাংলা ভিশন)। গত দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে জয়লাভ করা অন্যান্য প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন (এনটিভি), সহ সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল (মাছরাঙা), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান কাকন (আমাদের সময়)। কার্যকরী সদস্য পদে জয় পেয়েছেন, রফিকুল ইসলাম জীবন (নিউ এইজ), আরিফ আলম দিপু (শীতলক্ষ্যা), আব্দুস সালাম (এটিএন), মাহফুজুর রহমান এবং প্রনব কৃষ্ণ রায় (সংবাদ)। নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, মাসুদুজ্জামান মাসুদ ও অ্যাড. নবী হোসেন। নির্বাচন পরিদর্শন করেন র্যা ব ১১ এর সিও লে. কর্নেল. এএইচএম সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *