নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল আয়োজিত অনুষ্ঠানে হামলার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপূর ১২ টায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছেনা এমন অভিযোগ তুলেন মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা। বক্তারা বলেন, গত ১৭ ডিসেম্বর বিকেলে যুবদলের উদ্যোগে মিতালি মার্কেটের ৪ নম্বর ভবনে ব্যবসায়ী সমিতির অফিসে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে আয়োজন করা হয়। এসময় যুবলীগের অর্ধশতাধিক লোক হামলা চালিয়ে সমিতির অফিস ভাঙচুর, লুটপাট ও ১০ জনকে পিটিয়ে আহত করে। ঘটনার পর মার্কেটে অভিযান চালিয়ে আসামি মাঈন উদ্দিনের দোকান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। হামলার ঘটনায় ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা বাদী হয়ে ১১ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে ১৮ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ মামলার প্রধান আসামি লিটন মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। কিন্তু তিনদিন পরই লিটন মোল্লা আদালত থেকে জামিনে বের হয়ে অন্য আসামিদের নিয়ে ফের মার্কেটে মহড়া দিচ্ছে। মামলার বাদী ও সমিতির লোকজনকে হুমকি দিচ্ছে তাদেরকে চাঁদা না দিয়ে মার্কেটে কেউ ব্যবসা করতে পারবে না। মামলার আসামিরা বীরদর্পে প্রকাশ্যে ঘুরছে। রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছেনা। এতে বাদী ও ব্যবসায়ী সমিতির লোকজন জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। ব্যবসায়ীরা জানান, চাঁদার দাবিতে গত ১৫ আগস্ট ফজলে এলাহি নামে ১০ বছরের এক শিশুকে মার্কেটের তিন তলা থেকে লাথি দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়াও রনি ও নজরুল ইসলাম মোল্লাসহ বহু ব্যবসায়ীকে মারধর ও তাদের দোকান ভাঙচুর লুটপাট করেছে তারা। মানববন্ধনে অংশ গ্রহণ করেন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহসভাপতি ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক ইমরান, সদস্য মনিরুল ইসলাম খোকন, মো. রাজু ও বিভিন্ন ব্যবসায়ীরা। জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহতাব বলেন, আসামিদের গ্রেপ্তার করার জন্য সর্বাত্বক চেষ্টা করা হয়েছে। খুব দ্রুতই সকল আসামিদের গ্রেপ্তার করা হবে।