ePaper

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন উদ্ধার, আটক-১

আল আমিন, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ হাজার ৬৫৫ কেজি নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন বোঝাই একটি মিনি কভার্ডভ্যানসহ মো: রফিক (৪০) নামে এক চালককে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৭১ হাজার ৭শ টাকা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো: রফিক ঢাকার কামরাঙ্গীরচরের ইসলামনগর পশ্চিম এলাকার মোঃ হারুনের ছেলে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিকী জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালনকালে ঢাকার হোসনে দালান এলাকা থেকে নারায়ণগঞ্জ শিবু মার্কেটগামী একটি মিনি কভার্ডভ্যানে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পরে ভ্যানটি জব্দ করে চালককে আটক করা হয়। যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ম-৫১-৬৫৩৮।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *