ePaper

নারায়ণগঞ্জে তাবলীগের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাবলীগ জামাতের সাদপন্থীদের নিষিদ্ধ ও টঙ্গীতে তাদের হামলায় হতাহতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ‘মাদনীনগর ছাত্রসমাজ ও তৌহিদী জনতা’র ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি মাদানীনগর মাদ্রসার সামনে থেকে বেড় হয়ে মুক্তিনগর বটতলা হয়ে মাদানী চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, মাদানী নগর মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান। মিছিলে অংশ নেন, মাদানীনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মহিউদ্দিন, সাবেক সচিব শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার আবদুল আলীম, মাদানী নগর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাসুম, সহ-সভাপতি মাওলানা রাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষর্থী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *