নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাছ থেকে ডাব পাড়ায় সৎ মাকে পিটিয়ে হত্যা করে আত্মগোপন থাকা দুই ভাইকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল বুধবার দুপুরে র্যাব-১১’র সদর দপ্তর থেকে অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিবন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ এলাকার ইসমাইলের ছেলে জহিরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলাম (৩২)। র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনু বেগম (৬০) ও তার ছেলে ইব্রাহীমের সঙ্গে জমিসংক্রান্ত ও পারিবারিক বিরোধ চলে আসছিল সৎ ছেলে জহিরুল ইসলাম এবং নজরুল ইসলামের। গত ১৪ জুলাই সকালে দিনু বেগম বাড়ির আঙ্গিনার একটি গাছ থেকে ডাব পাড়েন। এ নিয়ে তার সং ছেলেরা গালা-গালি শুরু করে। দিনু বেগম সৎ ছেলেদের গালাগালি করতে নিষেধ করেন। তখন সৎ ছেলেরা ক্ষিপ্ত হয়ে দিনু বেগমকে এলোপাথারীভাবে কিলঘুষি ও উঠানের মাটিতে ফেলে বুকে লাথি মারে। এতে দিনু বেগমের মুখ দিয়ে রক্ত বের হয়ে গুরুতর আহত হয়। তখন তার ছেলে ইব্রাহীম আশঙ্কাজনক অবস্থায় মাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে দিনু বেগমের মৃত্যু হয়। পর দিন মঙ্গলবার নিহতের ছেলে ইব্রাহীম বাদী হয়ে সৎ ভাইদের আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব অফিসার গোলাম মোর্শেদ জানান, ঘটনার পর বাড়ি-ঘরে তালা লাগিয়ে নিহতের দুই সৎ ছেলে পালিয়ে যায়। র্যাব-১১ নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে তাদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।