নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্র গুলি ও ম্যাগজিনসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানাল পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নারায়ণগঞ্জ সদর থানার খানপুর জোড়া ট্যাংকি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. আমির হোসেন সনেট (৩৬) এবং নগর খানপুরের গোপাল রায়ের ছেলে সজীব রায় (৩৪)। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানায়, রোববার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানার একটি টহল টিম গোদনাইল ধনকুন্ডা ক্যানেল পাড় এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনকদের তল্লাশী করছিলো। এসময় একটি ইজিবাইককে থামার সংকেত দেয়। তখন ইজিবাইক থেকে গ্রেফতারকৃত সনেট ও সজীব লাফ দিয়ে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে দৌড়ে ধরা হয়। এসময় আমির হোসেন সনেটের হাতে থাকা একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে। ওসি শাহিনুর আরও জানায়, গ্রেফতারকৃত সনেট ও সজিব নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অন্যতম সহযোগী। সনেটের বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং সজীবের বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলার প্রাথমিক তথ্য আমরা পেয়েছি। আমরা তাদের বিষয়ে আরও খোঁজ নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *