মো. রুহুল আমিন রাজু, জামালপুর
জামালপুর জেলা, মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ‘এসো হে বৈশাখ এসো’ বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ নানান “সু-সাংস্কৃতিক উৎসব মূখর পরিবেশে শুভ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। জামালপুর জেলা স্কাউটস্’র সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা স্কাউটসের সাবেক একাধিক বারের কমিশনার ও। নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা ও পরিযদ’র সম্মানিত ইউপি সদস্যগণ ও অত্র ইউনিয়ন পরিষদ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ “এসো হে বৈশাখ”পথ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। নানান আয়োজনের মধ্যে আকর্ষণীয় ছিল- ঢাক-ঢোল বাজিয়ে দেশাত্মবোধক সঙ্গীত চর্চার মাধ্যমে “উপজেলার শীর্ষক লাঠি খেলায়” আলোচনায় শীর্ষে ৪ নং নাংলা ইউনিয়ন পরিষদ ও আয়োজক হিসেবে। এসো হে বৈশাখের উৎসবে নাংলা ইউনিয়ন পরিষদ উপজেলায় শীর্ষক স্থান অর্জন করায়-উপজেলা নির্বাহী অফিসার এসএম আলমগীর সাহেব অত্র ইউনিয়ন পরিষদ এর প্যানেল ইউপি সদস্য আশরাফ আলীর হাতে সম্মাননা স্বরুপ নগদ অর্থ তোলে দেন এবং প্রাণোৎসর্গ দোয়া করেন। মঙ্গল শোভাযাত্রা ও লাঠি খেলা পর মূহুর্তেই অংশ গ্রহণ কারীদের পান্তা-সবজি, কাঁচা মরিচ, শুটকি ভর্তা, পিঁয়াজ ইত্যাদি দিয়ে আপ্যায়নের মাধ্যমে ভোজনের বিষয় লক্ষ্যনীয়। “এসো হে বৈশাখ” এসো উৎসব” অনুষ্ঠানের শুরু’তেই মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের বৈশাখী গামছা দিয়ে অংশ গ্রহণকারী সকলকে বরণ করেন নাংলা ইউনিয়ন পরিষদের-জননন্দিত ‘’চেয়ারম্যান’’ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। এ সময় বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।