মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী
নরসিংদী শিবপুর যোশর মধ্যপাড়া এলাকায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে অবসর প্রাপ্ত সেনাসদস্যের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে জমির প্রকৃত মালিক তাজুল ইসলাম ও তার স্ত্রী মোসা. শরিফা ইসলামকে উৎখাত করার জন্য জমিতে পাকা বাউন্ডারী দিয়ে জুরপূর্বক জমি দখলের চেষ্টা করছে ভূমি দস্যুরা। অবসর প্রাপ্ত সেনা সদস্য তাজুল ইসলাম ও তার স্ত্রীর শরিফা ইসলাম জানমাল রক্ষার ভয়ে নিজের জমিতে যাওয়ার সাহস পাচ্ছেন না। গতকাল বুধবার দুপুরে গনমাধ্যম কর্মীর সামনে কান্নায় ভেঙ্গে পরেন অবসর প্রাপ্ত সেনা সদস্য তাজুল ইসলাম ও তার স্ত্রী শরিফা ইসলাম। তারা বলেন, পত্রিক আমল থেকেই বাড়ীর পার্শ্বের জমিটিতে ফলফলাদীর গাছ রোপন করে ভোগ দখলে ছিলেন তারা। হঠাৎ একই এলাকার প্রভাব শালী ভূমি দস্যুদের নজর পরে সেনা সদস্যের জমির উপর। আর কিছু বুজে উঠার আগেই গত ৫ মে সোমবার সকালে মৃত সুন্দর আলীর পুত্র জিন্নত আলী, মৃত জনাব আলীর পুত্র সিরাজ মিয়া, আইনব আলীর পুত্র মানিক মিয়া, মৃত ইন্নছ আলীর পুত্র মনির হোসেন দেশীয় অস্ত্র সস্ত্রে সর্জিত হয়ে সেনা সদস্যের শতবছরের দখলীয় জমি দখলের চেষ্টা করে। এসময় সেনা সদস্যও তার স্ত্রী ডাক চিৎকারে আশেপাশের লোকজন বাধা প্রধান করায় দখলে ব্যর্থ হয়ে চলে যান ভূমি দস্যুরা। এবিষয়ে সেনা সদস্য বাদী হয়ে নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৫৪ ধারার এম মামলা নং ৫৩৪/২৫ একটি মামলা দায়ের করে। মামলাটি বিচারক আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে নোটিশের আদেশ প্রধান করেন। পাশাপাশি শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নালিশা বিষয়ে ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ প্রধান করেন। উক্ত বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনর্চাজ বিবাদীদেরকে নালিশা জমিতে প্রবেশ করতে নিষেধ করলেও তা অমান্য করে রাজমেস্তুরি নিয়ে ভূমি দস্যুরা পাকা বাউন্ডারী নির্মান করে জমি দখলের নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সারাক্ষন ভূমি দস্যুরা বিভিন্ন অস্ত্র সস্ত্র নিয়ে জমির চার পার্শ্বে পাহারা দিচ্ছে। বাউন্ডারী নির্মানে সেনা সদস্য বা তার স্ত্রী বাধা প্রধান করলে জীবনে শেষ করে দিবে। এ বিষয়ে বিবাদীরা গনমাধ্যমের সামনে কথাবলতে রাজি হয়নি। আর শিবপুর মডেল থানার অফিসার মোহাম্মদ আফজাল হোসাইনের নিকট জানতে চাইলে তিনি বলেন যোশর এলাকায় জমি নিয়ে বিরোধের বিষয়ে উভয়পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আর বিবাদীদেরকে বাউন্ডারির কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ প্রধান করা হয়েছে তারপরও কেউ আইন অমান্য করে জমি দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।