মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী মনোহরদী উপজেলা ও গাজীপুর কাপাসিয়া উপজেলা মাঝদিয়ে বয়ে যাওয়া প্রায় ২০ কিলোমিটার ব্রহ্মপুত্র নদে কচুরিপনা ও বর্জ্যে দুই উপজেলা মানুষের গলার কাটা হয়ে দাড়িয়েছে নদীটি। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মনোহরদী আসাদ নগর গ্রাম থেকে জাতীয়তা বাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপল্ববের উদ্ধোগে প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবী ও নেতাকর্মীরা পরিচ্ছনাতা কার্যক্রম অংশ গ্রহন করে। কার্যক্রমের উদ্ধোধন করেন কৃষিবিদ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক শাহাদত হোসেন বিপ্লব। এতে অংশ নেন উপজেলা কৃষক দল.ছাত্র দলসহ স্থানীয় বিএনপির প্রায় দুই শতাধিক সেচ্ছাসেবী নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত মনোহরদী উপজেলা আসাদ নগর এলাকায় প্রায় এক কিলোমিটার নদটি পরিস্কারের দশটি পয়েন্টে কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা খ.ম.কামরুল ইসলাম, মনোহরদী উপজেলা কৃষক দলের সদস্য সচিব রায়হান উদ্দিন,সিনিয়র সহ সভাপতি সুরুজ মিয়া,যুগ্ন আহ্বায়ক আবুল বাসার, ছাত্র দল নেতা মহসিন কবির, পৌর কৃষক দল নেতা আবুল কালাম,ছাত্র দল নেতা ইমরান আহমেদ,কৃষক দল নেতা শফিউর আলম বাবু,ইলিয়াস,রেজাউল কাদির,আক্তার হোসেন সহ নেতাকর্মীরা।