মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী
নরসিংদীর পলাশে বাড়ি নির্মাণে চাঁদা না দেয়ায় নির্মাণ শ্রমিককে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক নেতার বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার চরনগরদি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিক বিল্লাল হোসেন (৪০) পলাশের চর এলাকার দুদু মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী ১০০-শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, ছুরিকাঘাতে আহত বিল্লালকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। জমির মালিক রফিকুল ইসলাম খান মোবারক বলেন, আমার জায়গায় ভবন নির্মাণের জন্য কাজ শুরু করলে জিনারদী ইউনিয়নের ফিরোজ খন্দকারের ছেলে এবং নিষিদ্ধ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব আইনুল খন্দকার আমার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে শনিবার বিকেলে আইনুলের নেতৃত্বে ৪-৫ জন এসে আমার জায়গায় কর্মরত শ্রমিক বিল্লালকে পিস্তল ঠেকিয়ে ছুরিকাঘাত করে। তিনি আরও জানান, আইনুল খন্দকার নাদের হোসেন হত্যা মামলার আসামি। তিনি প্রকাশ্যে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে চরনগরদিতে শ্রমিককে ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। আমরা আইনগত ভাবে ব্যবস্থা নিচ্ছি। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
