মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী
নরসিংদীর মনোহরদী উপজেলায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ধর্ষণকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার উত্তর চরমান্দালিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সুমন মিয়া (৪২) নামে চরমান্দালিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, ৯ মার্চ গাজীপুরের শ্রীপুর এলাকার মানসিক ভারসাম্যহীন ওই নারী পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ১২ মার্চ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজের পরিবার। পথ ভুলে ওই নারী মনোহরদীতে চলে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই নারীকে উত্তর চরমান্দালিয়া গ্রামের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন সুমন মিয়া। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে নির্যাতনের শিকার ওই নারীর বোন মনোহরদী থানায় সুমন মিয়াকে আসামি করে একটি মামলা করেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। রাতে অভিযান চালিয়ে সুমন মিয়াকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান আব্দুল হান্নান।