মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী
নরসিংদীতে জব্দ ৯৬ কেজি মাদক বিক্রি করে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. কামরুজ্জামানের বিরুদ্ধে। বিষয়টি জানাজানির পর প্রশাসনিক কারণ দেখিয়ে কামরুজ্জামান ও কোর্ট পুলিশের ওসি খন্দকার জাকির হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকার রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল হান্নান এসব কথা বলেন। পুলিশ সুপার জানান, নরসিংদী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জেলা কোর্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জাকির হোসেনকে ম্যানেজ করে ওই গাঁজা মাধবদী আলগী এলাকার মাদক ব্যবসায়ী মায়া প্রধানের কাছে বিক্রি করে দেন। প্রতি কেজি গাঁজার বাজার মূল্য ২৫ হাজার টাকা হলেও ১৫ হাজার টাকা কেজি ধরে ১৪ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। পরে সেই টাকা ডিবির ওসি ও কোর্টের ওসি ভাগ করে নেন। বিষয়টি জানাজানি হলে মৌখিক অভিযোগ দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। তবে আদালতের নথিতে দেখা যায় জব্দ ৯৬ কেজি মাদক ধ্বংস করা হয়েছে। তবে পুলিশ সুপার উক্ত ঘটনার সাথে জড়িত রয়েছে এমন একটি ওডিও রেকর্ড সামাজিক যোগাযোগে ভাইরাল হয়। এটি গুজব বলে এড়িয়ে যান পুলিশ সুপার। ৯৬ কেজি গাঁজা বিক্রির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা প্রমানিত হয়। অভিযুক্তদের ইতি পূর্বে ঢাকা রেঞ্জে বদলী করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে। উল্লেখিত গাজা গত ৪ ফেব্রুয়ারি শিবপুর উপজেলার সৃষ্টিঘর আটাশিয়া এলাকায় মনির হোসেনের লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন তৎকালীন ডিবি পুলিশের উপপরিদর্শক আব্দুল গাফফার।