ePaper

নরসিংদীতে ছাত্র-জনতার ব্যানারে গণপরিবহনে ধর্ষণ ও হত্যা বিচারের দাবীতে মানববন্ধন

মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি: দেশের ক্ষমতা কাঠামোয় পরিবর্তন আইনশৃঙ্খলা ব্যবস্থায় বিচারহীনতার সংস্কৃৃতির কারণে নারীর প্রতি অবমাননাকর, বৈষম্যপূর্ণ, কুরুচিপূর্ণ এবং ঘৃণিত দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয় না। গণপরিবহনে, জনপরিসরে ধর্ষণ ও হত্যাসহ নারীর প্রতি অব্যাহত সহিংসতার আজ নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন ছাত্র-জনতা। সোমবার (২৪ ফেব্রয়ারী) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতার ব্যানারে নারীর প্রতি অব্যাহত সহিংসতার ধর্ষণ হত্যার প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। মানববন্ধনে বক্তারা বলেন, নারীদের কেবল নারী হিসেবে নয়, মানুষ হিসেবে ভাবতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিতে হবে। দেশের ৫০ শতাংশ জনগোষ্ঠী নারী, আর নারীর প্রতি সহিংসতা বন্ধ না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব না। দেশকে গণতান্ত্রিক, মানবিক এবং নারী-পুরুষের সমতাপূর্ণ হিসেবে গড়ে তুলতে হলে মানুষের দৃষ্টিভঙ্গি, চেতনায় এবং মানসিকতায় মৌলিক পরিবর্তন আনতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠায় মূল যে কথা- ভয় থেকে মুক্ত হওয়ার উপর জোর দিতে হবে।একই সাথে গণপরিবহন সহ বিশ্ববিদ্যালয়কে নারীর প্রতি সহিংসতা, যৌননিপীড়ন এবং নির্যাতন মুক্ত করে গড়ে তুলতে ছাত্র সমাজের নিকট আহ্বান জানান তারা। দেশে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলাফল কেবল অর্ধেক জনগোষ্ঠীর নারী সমাজের উপর বর্তাবে এটা কোনভাবেই কাম্য নয়। তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান তারা। মানববন্ধন কর্মসূচিতে , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম ভূঁইয়া রাজ অভির নেতৃত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ- সমন্বয়ক রেদোয়ান আহম্মেদ মোল্লা, রাকিব মিয়া, সাঈদী হাসান নওফেল, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের কর্মী আজহারুল ইসলাম তালহা, নরসিংদী সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী সাবিকুন নাহার , মেহেদী হাসান শুভ,সাজিম ফরাজী সহ ছাত্র জনতা অংশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *