ePaper

নরসিংদীতে আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগ এলাকাবাসীর

মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী

নরসিংদী শিবপুরে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার আসমী যুবলীগ নেতা ইউপি সদস্য বুলবুল মেম্বারকে ইফতার মাহফিলে বেশী লোক থাকায় না ধরে ফিরে আসলেন পুলিশ। তবে আসমী ধরার পর পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসী জানায়, সোমবার আয়োবপুর নতুন বাজারে প্রভাসী কল্যান সংস্থা আহ্বায়ক মামুন মিয়া ইফতারের আয়োজন করে। আর

এই ইফতারের মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীদের জুরো করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ইফতার মাহফিলে অভিযান চালায় শিবপুর থানা এস আই নুরু, মাসুমসহ পুলিশ সদস্যরা। আর সেখান থেকে যুবলীগ নেতা বুলবুল মেম্বারসহ বেশ কিছু নেতাকর্মীদের আটক করে পুলিশের গাড়ীতে তোলার অভিযোগ এলাকাবসীর। এরপর পুলিশ সদস্যরা তাদেরকে গাড়ীতে তুলতে চাইলে স্থানীয় নেতারা কর্মীরা পুলিশের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হন। এক পর্যায়ে তারা বুলবুল মেম্বারসহ আটকদের ছিনিয়ে নেন। এ বিষয়ে প্রভাসী কল্যান সংস্থা সংগঠনের আহ্বায়ক মামুন মিয়ার কাছে মোঠো ফুনে জানতে চাইলে তিনি জানান সংগঠনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে শিবপুর থানা পুলিশ অভিযান চালায় এ সময় বুলবুল মেম্বারকে আটক করে ঠিকই কিন্তু বুবুল মেম্বার নামে কোন মামলা না থাকায় পুলিশ তাকে ছেড়ে দেয়। পুলিশের নিকট থেকে কাউকে জুর পুর্বক ছিনিয়ে নেওয়া হয়নি। শিবপুর এস আই নুরু মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেক চেষ্টা করেছি যুব লীগ নেতা বুলবুল মেম্বারকে নিয়ে আসার জন্য। কিন্তু ইফতার মাহফিলে লোকজন বেশী থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় আসামীদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *