হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের কুলাশিন গ্রামের কৃতি সন্তান উস্তাদ হাসান আলী খাঁন মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৩ এপ্রিল)সকালে উস্তাদ হাসান আলী খাঁন স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলাশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের কে বৃত্তি প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলার সূর্য সন্তান বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেন।
বাংলাদেশ নজরুল সংগীত শিল্পী সংস্থার ট্রেজারার সাবেক এন এস আই কর্মকর্তা এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী করিম হাসান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.আমির ফয়সাল, থোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এনামুল হক বাবুল, সমাজসেবক
তফাজ্জল হোসেন মানিক, আবদুর রহিম খান, রুবেল হাসান খান, মোহাম্মদ আলী খান, মোরশেদ আলম, নুরে আলম রানা, শিক্ষক নুর মোহাম্মদ সিকদার মিঠু, মো.নুরে আলম প্রমুখ। বক্তারা উস্তাদ হাসান আলী খান এর স্মৃতিচারণ করে উনার জীবদ্দশায় সামাজিক কর্মকাণ্ড ও গুণাবলি নিয়ে আলোচনায় ভূয়সী প্রশংসা করেন এবং হাসান আলী খান ফাউন্ডেশন এই
প্রক্রিয়া চলমান রেখে আরো ব্যাপক পরিসরে ভবিষ্যতেও ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এসময় থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।