হেলাল উদ্দিন (ব্রাহ্মণবাড়ী) নবীনগর
নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরেএক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আবদুল আউয়াল। মতবিনিময়কালে মোহাম্মদ আবদুল আউয়াল তার বক্তব্যে বলেন, সমাজের উন্নয়নে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো যেমন উঠে আসে, তেমনি ভালো কাজগুলোও মানুষ জানতে পারে।’ তিনি আরও বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে সাংবাদিক ও সুশীল সমাজের ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। ?এসময় সাংবাদিকরা নবীনগরের শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো ও অন্যান্য সামাজিক সমস্যা নিয়ে মোহাম্মদ আবদুল আউয়ালের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তারা নবীনগরের ঐতিহ্য ও সমস্যা তুলে ধরেন। এর জবাবে আবদুল আউয়াল আরো বলেন, এলাকার উন্নয়নে তিনি সবসময় পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
