ePaper

নবীনগরে রিপোর্টার্স প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন গ্রেপ্তার

হেলাল উদ্দিন, (ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও নবীনগর রিপোটার্স প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন চিশতিকে (৪২) উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর ইউনিয়ন বিএনপির অফিস ভাঙ্গচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে নবীনগর সদর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রুহুল আমিন চিশতি পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের অহিদ উদ্দিন চিশতির ছেলে। তিনি দৈনিক আজকের দর্পন পত্রিকার নবীনগর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, নাটঘর ইউনিয়ন বিএনপির অফিস ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকালে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *