হেলাল উদ্দিন(ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর
বাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগরের মাঈন উদ্দিন আহাম্মদ পৌর উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে মেধাবী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঈন উদ্দিন আহাম্মদ পৌর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানিজিং কমিটির সভাপতি, টেকনো ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ জালাল উদ্দিন আহমেদ। ?জমকালো আয়োজনের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নবীনগর প্রেসক্লাব ও আলমনগর যুব ঐক্য ফোরাম এর সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। ?সহকারী শিক্ষক মো. জিহাদ মিয়া ও রীমা হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী। ?প্রধান বক্তা ছিলেন, আলমনগর যুব ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। ?অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি লিল মিয়া সর্দার, নুর আলম, কামাল উদ্দিন, মো. খলিলুর রহমান সহ সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা। ?অনুষ্ঠানে অতিথিরা বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের মনোবল ও প্রতিযোগিতার চেতনা আরও বৃদ্ধি করবে। ?পরবর্তীতে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি, সনদ ও পুরস্কার তুলে দেন।
