হেলাল উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার সাতমোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম সারোয়ার হোসেন (২০)। তিনি সাতমোড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের আমির হোসেনের ছেলে। ?স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার দুপুরে সারোয়ার ও শ্রাবণের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শ্রাবণ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সারোয়ারের ওপর হামলা চালান। এতে সারোয়ারের বাম হাতের দুই আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। ?ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। ?এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জাতীয় দৈনিক নবচেতনাকে বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। তদন্ত চলছে। দোষী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”
