ePaper

নবীনগরের সার্বিক উন্নয়নে আমি আমার জীবন উৎসর্গ করতে চাই- এড.আব্দুল মতিন

মো. হেলাল উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা ব্যস্তবায়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়র বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুড়িঘর বাজারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আরশ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মতিন। প্রধান অতিথি আব্দুল মতিন বলেন, আমি নবীনগরের কৃতি সন্তান। বিএনপির দুঃখ সময়ে ঢাকাতে আন্দোলন সংগ্রাম করেছি। আমি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি আসা করি দল আমাকে মূল্যায়ন করবে। আমি যদি এমপি হতে পারি, নবীনগরে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হবে। কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে, কৃষি খাতে উন্নয়ন করা হবে। বিশেষ করে এই নবীনগরকে একটি আধুনিক নবীনগর গড়ার জন্য কাজ করবো। অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা তাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সহ-সভাপতি মো. শরাফত আলী, সহ-সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ- সভাপতি মো. আলামিন মোল্লা, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবুল কালাম, যুবদল নেতা আব্দুল মোমেন, মো. সোহেল মিয়া, মো. হান্নান মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *