হেলাল উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা কমিটির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি এড.আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে ৩১ দফা দাবি বাস্তবায়ন করার জন্য লিফলেট বিতরণ ও পথ সভা করেন। গতকাল রোববার সকালে সলিমগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ শেষে সলিমগঞ্জ বাজারের পুরাতন টেম্পু স্টেশন মাঠে পথ সভাটি অনুষ্ঠিত হয়। সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী নয়নের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.এম এ আব্দুল মান্নান। পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, মোবারক হেসেন, উপজেলা ছাত্রদল নেতা ইউনুস, জাহাঙ্গীর শাহ, কাবিল কুদ্দুস, ইলিয়াছ আলী, মাঈন উদ্দিন, কামাল সহ অন্যান্যরা। এড.এম এ আব্দুল মান্নান বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি হবে। আপনারা সর্তক থাকবেন, ইনশাআল্লাহ অবাধ, নিরপেক্ষ নির্বাচনে আপনারা আপনাদের ভোট দিতে পারবেন। এখন আর কেউ আপনাদের ভোট চুরি করতে পারবে না। জননেতা তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে আসবেন। এদেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে বিএনপি ক্ষমতায় এলে।
