ePaper

নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তুলতে চাই: এডভোকেট মতিন

হেলাল উদ্দিন(ব্রাহ্মণবাড়ীয়া)নবীনগর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট মো. আব্দুল মতিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকালে প্রেসক্লাবের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এডভোকেট মতিন বলেন, আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করি। এরই প্রেক্ষিতে ২০১৩ সালে ঢাকায় বার কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া থেকে শুরু করে ২০১৮ সালে ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়া পর্যন্ত আইন অঙ্গনে দীর্ঘদিন কাজ করেছি। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনজীবী হিসেবে আমার দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও অধিকার আদায়ের গুরুত্ব। আমি চাই এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে। আমার লক্ষ্য হলো নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলা। নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ এর পরিচালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ -সভাপতি তাজুল ইসলাম, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, শ্যামা প্রসাদ চক্রবর্তী, সাংবাদিক আরিফুল ইসলাম মিনহাজ, নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাংবাদিক মনিরুল ইসলাম বাবু, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক শাহানূর খান আলমগীর, সাংবাদিক বাদল, সাংবাদিক আবু কাউছার, সাংবাদিক হেলাল উদ্দিন, সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, সাংবাদিক সফর আলী, সাংবাদিক টিটন দাস, সাংবাদিক কাওসার আলম, সাংবাদিক খন্দকার আলমগীর, সাংবাদিক মো. হোসাইন ইসলাম, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *