ePaper

নদী দখল ও পরিবেশ ধ্বংসে শাস্তি-কোম্পানীগঞ্জে দুই কর্মকর্তার এক বছরের কারাদণ্ড

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড-এর দুই কর্মকর্তাকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, এলজিইডি’র ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানটি ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মাটি ক্ষয় ও তীর ভাঙনের আশঙ্কা দেখা দেয়। এসময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৩৮) ও সাইট ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল (৩২)-কে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী উভয়কে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১.৫ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং একটি ইঞ্জিন জব্দ করা হয়। এ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বাংলাদেশ সেনাবাহিনী, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, “নদী দখল ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না।” স্থানীয়রা জানান, ছোট ফেনী নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলে আসছিল। এতে নদীর তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ে। প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পরিবেশ সচেতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *