ePaper

নতুন বছরে দেশের ওটিটিতে যা আসছে

বিনোদন ডেস্ক

নতুন বছরকে সামনে রেখে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের জন্য সাজাচ্ছে বৈচিত্র্যময় সব কনটেন্ট। সিরিজ, সিনেমা থেকে শুরু করে গেম শো—সব মিলিয়ে ২০২৬ সালে চরকি, হইচই, আইস্ক্রিন ও বঙ্গবিডিতে থাকছে নতুন গল্প, নতুন নির্মাতা এবং বড় পরিসরের আয়োজন।চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, নতুন বছরে দেশের শীর্ষ শিল্পী ও নির্মাতাদের নিয়ে বড় পরিসরের কনটেন্ট পরিকল্পনা করছে প্ল্যাটফর্মটি। বরাবরের মতো এবারও দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা দেওয়াই তাদের লক্ষ্য। শিহাব শাহীনের নির্মাণে আসছে একটি বড় বাজেটের সিরিজ। পাশাপাশি শঙ্খ দাশগুপ্তের গল্পে মানুষের স্বপ্ন, আবেগ ও জীবনের গভীর অনুভবকে তুলে ধরা হবে। প্রথমবারের মতো সিরিজ নির্মাণে আসছেন আরাফাত মহসিন নিধি। তার নির্মাণে দর্শক পাবেন আবেগঘন পারিবারিক গল্প। এ ছাড়া প্রাণিকুলকে কেন্দ্র করে নতুন এক ধরনের কনটেন্টও চরকির পরিকল্পনায় যুক্ত হয়েছে, যা দেশীয় ওটিটিতে তুলনামূলকভাবে নতুন একটি বিষয়।রেদওয়ান রনি আরও জানান, জনপ্রিয় শিল্পী ও নির্মাতাদের নিয়ে নতুন ভাবনার একাধিক গল্প বর্তমানে পরিকল্পনা পর্যায়ে রয়েছে। পাশাপাশি প্রেক্ষাগৃহের সিনেমা মুক্তির দিকেও গুরুত্ব দিচ্ছে চরকি। আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরিকে নিয়ে নির্মিত সিনেমা ‘দম’ এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হলে মুক্তির পর সিনেমাটি চরকিতেও দেখা যাবে।নতুন বছরে হইচইয়ে একাধিক নতুন পরিচালকের কাজ দেখার সুযোগ পাবেন দর্শক। পাশাপাশি আগে কাজ করা নির্মাতাদের নতুন প্রকল্পও থাকছে। হইচই কর্তৃপক্ষ জানায়, এ বছরের সবচেয়ে উল্লেখযোগ্য আয়োজন হলো হইচই স্টুডিওজের প্রযোজনায় প্রেক্ষাগৃহের প্রথম সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ ছাড়া দর্শকপ্রিয় সিরিজ ‘গোলাম মামুন’–এর সিক্যুয়েলও চলতি বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইস্ক্রিন তাদের নতুন সিরিজ নিয়ে এখনই বিস্তারিত জানাতে না চাইলেও একটি সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, রায়হান রাফি পরিচালিত এই সিনেমার সম্ভাব্য নাম ‘প্রেশার কুকার’। এতে শবনম বুবলী ও নাজিফা তুষিকে দেখা যেতে পারে। পাশাপাশি নতুন পরিচালকদের নিয়ে সিরিজ ও ওয়েব ফিল্মের পরিকল্পনাও রয়েছে প্ল্যাটফর্মটির। বঙ্গবিডিতে এ বছরও নিয়মিতভাবে দেখা যাবে জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। পাশাপাশি শুরু হচ্ছে জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’–এর দ্বিতীয় সিজন। ওয়াহিদুল ইসলামের পরিচালনায় প্রথম সিজনের উপস্থাপনায় ছিলেন সংগীতশিল্পী তাহসান খান। বঙ্গ সূত্রে জানা গেছে, নতুন সিজনটি আরও বড় পরিসরে ও নতুন চমক নিয়ে আসছে। এ ছাড়া মেজবাউর রহমান সুমনের নির্মাণে ‘রইদ’ সিনেমাটি এ বছর বঙ্গবিডিতে মুক্তি পাবে। আরও কয়েকটি সিরিজ ও ওয়েব ফিল্ম নিয়ে আলোচনা চললেও আপাতত সেসব বিষয়ে বিস্তারিত জানাতে চায়নি কর্তৃপক্ষ। সব মিলিয়ে নতুন বছরে দেশের ওটিটি অঙ্গনে দর্শকদের জন্য অপেক্ষা করছে নানা স্বাদের ও বৈচিত্র্যময় কনটেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *