ePaper

নড়াইলে ভ্যানচালক হান্নান হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের দরিদ্র ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে  গতকাল রোববার  দুপুরে বুড়িখালি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন-নিহত হান্নান খানের জন্মান্ধ ছেলে রহিদুল ইসলাম,  আলামিন খান, আহমাইল খান, মিসকাত খান, মিন্টু খান ও আবেরন বেগমসহ স্থানীয়রা। বক্তারা অভিযোগ করেন, হত্যাকান্ডের ১০ দিন পার হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। প্রকাশ্যে আছেন তারা। উল্টো আসামিপক্ষ নিজেরাই ঘরবাড়ি ভেঙে নাটক সাজিয়ে নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দেয়ার চেষ্টা করছে। ভুক্তভোগীরা দ্রুত আসামিদের গ্রেফতার দাবি করেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আয়ুব মোল্যাসহ তার লোকজন। এ ঘটনায় ২৩ জনের নামে মামলা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার  হয়নি। এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি আকরাম হোসাইন বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *