ePaper

নড়াইলে ভূমিদস্যুদের বাধার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

 নড়াইল প্রতিনিধি

হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক এলাকায় সরকারি রাস্তার  কাজে ভূমিদস্যুদের বাধা সৃষ্টি করা এবং ফেইসবুক লাইভে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে হাটবাড়িয়া এলাকাবাসীর আয়োজনে হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক রোডে এ  বিক্ষোভ মিছিল ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাটবাড়িয়া ডিসি পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হাটবাড়িয়া তিন রাস্তার মোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হাটবাড়িয়া জমিদার বাড়ির পূজা মন্দির কমিটির সাধারণত সম্পাদক অনিল বিশ্বাস, কমল ঘোষ, স্থানীয় বিএনপি নেতা বিল্লাল হোসেন, সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন,নড়াইল হাটবাড়িয়া জমিদার এলাকায় ডিসি পার্ক যাওয়ার রাস্তাটি সরকারি ম্যাপে ২৬ ফুট রাস্তা চওড়া। বর্তমানে রাস্তাটি ১২ ফুট থেকে ১৮ ফুটে বাড়ানো এবং ড্রেন নির্মানের উদ্যোগ নেয়ায় স্থানীয় ভূমিদস্যু গোপাল চন্দ্র বিশ্বাস ও শিখা রানি কুন্ডু এর পরিবার  তাতে বাধা দেয়। পরে ভূমিদস্যু গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে তাদের ওপর হামলার মিথ্যা অভিযোগ করে ফেসবুকে লাইভ করে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করছেন। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখানে  সংখ্যালঘুর উপর কোন হামলার ঘটনা ঘটেনি। আমরা চাই রাস্তার কাজ যেন কোন ভাবেই বন্ধ না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *