ePaper

নড়াইলে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

নড়াইল প্রতিনিধি

নড়াইল গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স (পুরুষ) ২৮ দিন ব্যাপীর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে বাংলাদেশ আনসার ও ভিডিপি নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে জেলা আনসার ও ভিডিপি মিলনায়তনে সমাপনি অনুষ্ঠানে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়। আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট নূরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, উপজেলা কর্মকর্তা ঈদুল তালুকদার, লোহাগড়া উপজেলা প্রশিক্ষক নারায়ন চন্দ্র পাল। ২৮ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৫০ প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে এবং তাদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। এ ছাড়া প্রশিক্ষণে সেরা দক্ষতার জন্য ৩জনকে সম্মাননা স্বারক দেওয়া হয়। অস্ত্র ও গুলি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণ কর্মশালা গত ২৯ জুলাই থেকে শুরু হয়ে আজ ২৫ আগষ্ট শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *