নড়াইল প্রতিনিধি
নড়াইল নড়াইল সদর উপজেলায় শেখহাটি ইউনিয়নে নিজ অর্থায়নে গভীর নলকূপ স্থাপন করলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস মো. জাহাঙ্গীর আলম। এর ফলে নড়াইল সদর উপজেলায় শেখহাটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কয়েকশত পরিবার এই গভীর নলকূপরে মাধ্যমে বিশুদ্ধ পানি পান করার সুবিধা ভোগ করতে পারবে। জানা যায়, নড়াইল সদর উপজেলায় শেখহাটি ইউনিয়ন দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির চরম সংকটে ভুগছে। তাই এলাকাবাসীর বিশুদ্ধ পানির সংকট দুর করতে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস মো. জাহাঙ্গীর আলমের অর্থায়নে জেলা যুবদলের সম্পাদক শাহাদত কবীর রুবেলের তত্বাবধানে শেখহাটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯টি গভীর নলকূপ স্থাপন করা হয়। এ বিষয়ে জেলা যুবদলের সম্পাদক শাহাদত কবীর রুবেল বলেন, এলাকার মানুষের সুপেয় ও বিশুদ্ধ পানির কষ্ট লাঘব করতে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস নিজ খরচে ৯টি গভীর নলকূপ স্থাপন করেন। ফলে এলাকাবসীর সুপেয় ও বিশুদ্ধ পানির অভাব দুর হলো এ ছাড়া অসহায় ও সাধারন মানুষের বিপদে আপদে যে কোন প্রয়োজনে আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস সহযোগিতা করে যাচ্ছেন। ভবিষ্যতেও আত্মমানবতার সেবায় জেলা বিএন পি মানুষের পাশে থাকবে বলে জানান তিনি। শেখহাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ এরশাদ আলী বলেন, আমার এলাকায় পানির স্তর নেমে যাওয়ায় এলাবাসী দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ছিল। জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস মো. জাহাঙ্গীর আলম নিজ ব্যায়ে গভীর নলকূপ স্থাপন করায় ধন্যবাদ জ্ঞাপন করছি। শেখহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবর আলী মোল্যা, শেখহাটি ইউনিয়নের যুবদলের সাধারন সম্পাদক আবু জাফর মুরাদ উপকারভোগী মোহাম্মদ ফারুক হোসেন মোল্যাসহ স্থানীয়রা বলেন, নিঃস্বার্থভাবে বিশুদ্ধ পানি নিশ্চিতে গভীর নলকূপ করায় স্থাপন এলাকাবাসীর কষ্ট লাঘব হবে।