ePaper

নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে মিডিয়া কর্মীদের অংশগ্রহনে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস নড়াইলের আয়োজনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ঢাকা থেকে ভার্চয়ালী যুক্ত ছিলেন গণসংযোগ অধিদপ্তর, ঢাকার উপ -পরিচালক (অর্থ ও লজিষ্টিক) মিজ নাসিমা খাতুন। সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এস, এম আব্দুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. রোস্তাম আলী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক পাঠক প্রবাহের সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলা আইনজীবী সমিতিরি সভাপতি ও দৈনিক পাঠক প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড. তারিকুজ্জামান লিটু সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সাংবাদিকগনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন। সভায় আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফল ভাবে সম্পন্ন করতে কি কি করণীয় এবং এর কর্ম পরিকল্পনা বিষয়ে বিস্তারিত জানানো হয় এবং এ বিষয়ে কোন প্রকার গুজব বিভ্রান্তীকর সংবাদ প্রচার না হয় সেদিকে সাংবাদিকদের সহযোগীতাসহ এ বিষয়ে সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৯ থেকে ১৫ বছর বয়সী প্রায় ২ লাখ ১৩ হাজার ৭ শত ১৫ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে, যার মধ্যে ১ লাখ ৪২ হাজার শিক্ষার্থী স্কুল পর্যায়ের। এর আগে সকাল ১০ টায় সিভিল সার্জন অফিস, নড়াইলের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে এক নড়াইল সিভিল সার্জন অফিসের সভা কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ এর সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পি, ইপিআই অফিসার মো. হাবিবুর রহমান, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সাংবাদিকগনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *