ePaper

নড়াইলে গলায় ফাঁস নিয়ে বিদেশ ফেরেত যুবকের আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে রাবু শিকদার (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার ভোরে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্বজন সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের রাবু শিকদার নামে এক মালয়েশিয়া প্রবাসী যুবক গত রোববার বাড়িতে আসেন। মালেশিয়ায় থাকা অবস্থায় তিনি মাথায় আঘাত পান। বাড়িতে ফিরে তিনি চিকিৎসারত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। এরপর শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রাবু। পরে রোববার ভোরে রাবুর মা তাকে ডাকতে গেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর স্বজনরা তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারনে তিনি আত্মহত্যা করেছেন? তা জানা যায়নি। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গলায় ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *