ePaper

নওগাঁ সদর পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাবলু

মোয়াজ্জেম হোসেন, নওগাঁ

 উত্তরবঙ্গের শস্য ভান্ডার হিসেবে খ্যাত সীমান্ত ঘেসা নওগাঁ জেলা ধান চাল আম উৎপাদনে দেশের সিংহ ভাগ যোগান দেয় এজেলা যুগের পর যুগ ব্যক্তিগত ভাবে সফল রাজনৈতিক ব্যক্তিত্বের  সমারোহ ও কম নেই এ জেলায়,তবে অবকাঠামগতো উন্নয়নে অনেক টায় পিছিয়ে আছে এজেলা দৃশ্যমূলক তেমন কোন উন্নয়ন চোখে পড়ে না এই জেলার মানুষের।  এখনও সেই মাল ধাততার সংকীর্ণ মানসিকতায় চলছে নওগাঁ ও রাজনৈতিক প্রতিহিংসার নেতৃত্ব একবিংশ শতাব্দীর যুগে এটি বড়ই পরিতাপের! দেশ ও দশের কল্যাণার্থে   নওগাঁ কে ঢেলে সাজাতে ও নওগাঁর সার্বিক উন্নয়নে নওগাঁ বাসীর  সহযোগিতায় এগিয়ে যেতে চান ও সদর  আসনের মনোনয়ন প্রত্যাশী সদর পৌর শহরের  চকদেব পাড়ার কৃতি সন্তান সদা হাস্যজ্জল সদা লিপি  নির্ভীক অত্যন্ত পরিশ্রমী  ত্যাগী ও মেধাবী দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তিত্ব জননেতা মাহমুদুর রহমান (ডাবলু ) ভোটে নির্বাচিত প্রথম ভিপি নওগাঁ সরকারী কলেজ ছাএ সংসদ  (১৯৮১-১৯৮২)  প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল, নওগাঁ সরকারী কলেজ শাখা (১৯৭৯-১৯৮৩)নওগাঁ সরকারী কলেজে  ছাত্ররাজনীতির গৌরব ও অহংকারের হাতেখড়ি কেন্দ্রীয় তথ্য কমিটির সদস্য ও সাবেক ওসি রমনা থানা। মাহমুদুর রহমান (ডাবলু)বলেন, কর্ম ব্যস্ততার কারণে বেশ কিছুদিন আমি নওগাঁর বাহিরে ছিলাম তবে রাজনীতি থেকে দূরে ছিলাম না কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বরাবরই আমার যোগাযোগ ছিলো আছে ভবিষ্যতে ও থাকবে ইনশাআল্লাহ। দলের হাই কমান্ডের সাথে ও আমার সুসম্পর্ক  বর্তমান জেলা কমিটির নেতৃবৃন্দু অনেকেই বিষয়টি অবগত সদর ৫ আসনের আমি মনোনয়ন প্রত্যাশী দল আমাকে মনোনয়ন দিলে আমি  নির্বাচন করব জনগণের সেবার জন্য নওগাঁর জন্য দৃশ্য মূলক কিছু করতে চাই  নওগাঁ বাসির আপামর জনসাধারণের পাশে থাকার জন্য  দল যদি নমিনেশন না দেয় যাকে দিবে তার সঙ্গে মিলে মিশে রাজনীতি করবো কোনরকম সংঘাত ও প্রতিহিংসার রাজনীতিতে আমি বিশ্বাসী নয়। আমি ছিলাম আমি আছি আমি থাকব  যেহেতু রাজনৈতিক কারণেই আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় নানান চড়াই উৎরাই পেরিয়ে আজ ও সম্মানের সাথে টিকে আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *