নওগাঁয় ৪ হাজার গরীব অসহায় মানুষের মাঝে চাল বিতরণ

মোয়াজ্জেম হোসেন নওগাঁ ঈদ উপলক্ষে নওগাঁয় ৪ হাজার গরীব অসহায় মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৩ জুন সকালে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদে এসব চাল বিতরণ করা হয়। সরকারি ভাবে ১ হাজার ৪২০ জন এবং নিজ উদ্যোগে আরও ২ হাজার ৫শ মানুষের মাঝে চাল বিতরন করেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল। বক্তারপুর ইউনিয়য়ের ওসমান আলী বলেন আমি বৃদ্ধ মানুষ ছেলে মেয়ে নেই, আমার ঘরে এক মুঠো চাল ও ছিলনা চিন্তায় ছিলাম। ঈদের আগে এই চাল না পেলে ঈদ ভালো ভাবে কাটতো না। চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল খুব ভালো মানুষ সে নিজে ডেকে আমাকে চাল দিলেন। এখন আর কোন চিন্তা নেই ভালো ভাবে ঈদ পার হয়ে যাবে। সোহানুর রহমান মামুন মেম্বার বলেন সরকারি চাল দেয়ার পরেও চেয়ারম্যান তার নিজস্ব ফান্ড থেকে আরো ৭ লক্ষ টাকার চাল অসহায় গরীব মানুষের মাঝে বিতরন করেন। আমার জানামতে অন্য কোথাও কোন চেয়ারম্যান তার নিজস্ব ফান্ড থেকে দিয়েছে কিনা আমার জানা নেই। সে সব সময় গরীব দুখীদের নিয়ে চিন্তা করে। এরকম চেয়ারম্যান বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে হওয়া দরকার। বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল বলেন আমি সবসময় অসহায়দের পাশে থাকতে চাই। ভবিষ্যতে ও সাধ্যমত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *