ePaper

নওগাঁয় হঠাৎ ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বসতবাড়ি- দোকানপাট

মোয়াজ্জেম হোসেন, নওগাঁ

নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও সদর উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় শনিবার বিকেলে প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। বিকেল চারটার দিকে শুরু হওয়া এই ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে বহু ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা। ?স্থানীয়রা জানান, বিকেল চারটার কিছু পরেই আকাশে হঠাৎ কালো মেঘ জমে যায়। মুহূর্তের মধ্যে শুরু হয় প্রবল দমকা হাওয়া, এরপর মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। প্রায় আধাঘণ্টা স্থায়ী এই ঝড়বৃষ্টিতে গ্রামীণ জনজীবনে নেমে আসে দুর্ভোগ। ?সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি; মহাদেবপুর উপজেলার বিলশিকারী ও দেওয়ানপুর এবং সদর উপজেলার হাসাঁইগাড়ী এলাকা। এসব স্থানে অনেক ঘরবাড়ি ও দোকানপাটের টিন উড়ে গেছে, বহু গাছ উপড়ে পড়েছে। এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় কয়েকটি গ্রামে এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে সন্ধ্যার পর থেকেই এলাকা অন্ধকারে ডুবে আছে। ?স্থানীয় প্রশাসন জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইতোমধ্যে মাঠপর্যায়ে জরিপ শুরু হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকাগুলোতে জরুরি সহায়তার জন্য ত্রাণ প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *