ePaper

নওগাঁয় সাধারণ চালকে প্যাকেটজাত করে বাসমতি বলে বিক্রি, ৪ব্যবসায়ির জরিমানা

মোয়াজ্জেম হোসেন নওগাঁ

নওগাঁয় চাল বাজারে সাধারণ চালকে ভারতীয় বাসমতি ফরচুন প্যাকেটে মোড়কজাত করে বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল।  এমন অভিযোগে গতকাল দুপুরে সদর উপজেলার পৌর চাল বাজার ও পুরাতন মাছ বাজারে জাতীয় ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করে চারজন খুচরা চাল ব্যবসায়ির ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ। রুবেল আহমেদ বলেন- সাধারণ চালকে ফরচুন প্যাকেটে মোড়কজাত করে বাসমতি বলে বিক্রির অভিযোগ আসছিল। ঘটনায় সত্যতা যাচাইয়ে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি দোকানে ভারতীয় বাসমতি ফরচুন চালের প্যাকেট পাওয়া যায়। সত্যতা পাওয়ায় ভেজাল পণ্য বিক্রয় ধারা-৪১ আইনে চারজন খুচরা চাল ব্যবসায়ীর ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত দোকান হলো- মা লক্ষী ভান্ডারে ৫ হাজার টাকা, টিংকু চালঘর ২ হাজার টাকা এবং সালমান এন্ড সাব্বির ব্যাগ হাউজ ও রুমি ট্রেডার্স এর প্রত্যেককে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা হয়েছে। তিনি আরো জানান- এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হয়। ভেজাল পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়িদের সাবধান করা হয়েছে। এসময় পুলিশের সদস্যরা উপস্থিতি ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *