নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় সিএনজি ও ওষুধ কোম্পানির গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। সেই সাথে একই পরিবারের শিশুসহ আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল বুধবার সকাল ১১টার দিকে শহরের বাইপাস সড়কের পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বেক্সিমকো ঔষুধ কোম্পানির গাড়ি ও ড্রাইভারসহ দুর্ঘটনা কবলিত সিএনজি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” নিহত ওই নারীর নাম পারভীন আক্তার। তিনি সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী। আহতরা হলেনÑ সিরাজুল ইসলাম, তার স্ত্রী ইসমত আরা, সিরাজুলের ছোট ভাই সাজির উদ্দীন, তার ছেলে আরিফ ও পুত্রবধূ সাদিকা এবং সিরাজুলের নাতি শিশু রাফিউল। তারা সবাই সিএনজিতে করে নওগাঁ আদালতে যাচ্ছিলেন। পথে বেক্সিমকো ঔষধ কোম্পানির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ সংগঠিত হয়। গুরুতর আহতদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে পারভীন আক্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাফিউল ও সাদিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।