নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন আয়োজনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনের সাধারণ সদস্যরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা সাইদুল ইসলাম স্বপন এবং পরিচালনায় ছিলেন রাজু আহমেদ মিঠু। বক্তব্য রাখেন মামুন হোসেন মিলন, আব্দুল রহিম, ধলু জয়নাল আবেদিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। শ্রমিকদের প্রাপ্য বিভিন্ন ভাতাÑযেমন মৃত্যুকালীন ভাতা, কন্যাদান ভাতা, শিক্ষাবৃত্তি ও দুর্ঘটনা ভাতাÑদেওয়া হচ্ছে না বরং তা লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে নির্বাচন ঘোষণার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
নওগাঁয় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন
