ePaper

নওগাঁয় পৈত্রিক সম্পদ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় আপন ভাইদের দ্বারা প্রাণনাশের হুমকি ও পৈত্রিক সম্পদ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রানীনগর উপজেলার কালীগ্রামের এলডিপি সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ রেজাউল ইসলাম। গতকাল শনিবার জেলা প্রেস ক্লাবের হলরুমে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বাবার মৃত্যুর আগে ৪ ভাইদের মধ্যে বাড়ির জমি, আবাদী জমি এবং আবাদ পুকুর বাজারে মার্কেটের জমি সমান ভাগে ভাগ করে রেজিস্ট্রি করে দিয়ে যায়। তিনি লেখা পড়া ও চাকুরীর সুবাদে দীর্ঘদিন ধরে বাড়ির বাহিরে অবস্থান করার কারনে তার বড় ভাই মো. জাহাঙ্গীর আলম আজাদ, মো. আলমগীর আলম এজাজ ও মো. আসলাম আলী আমার সম্পদের কোন হিসাব না দিয়ে কুক্ষিগত করে রাখে। এই সম্পদের হিসাব চাইতে গেলে তারা আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং দীর্ঘদিন ধবে আমাকে আমার সম্পদ হতে বঞ্চিত কবে রাখে। ২০১৫ থেকে ২০২৪ সান পর্যন্ত প্রায় ৩০-৩৫ লক্ষ টাকা আমার কাছ থেকে আত্মসাৎ করেছে স্বৈরাচারী ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের দোসর আমার ভাইয়েরা এবং তাদের আত্মীয় স্বজনরা। তিনি আরও বলেন, গত ২৪ সালের ০৭ মার্চ স্বৈরাচারী আওয়ামী সরকারের প্রশাসন ও দলীয় ক্যাডারদের সহযোগিতায় ২ লক্ষ টাকা চাঁদা প্রদানের শর্তে আমার সম্পদ বন্টনের ব্যবস্থা করে। এক্ষেত্রে শুধুমাত্র আবাদপুকুর বাজাবের মার্কেট বণ্টন করে দেয়। সেক্ষেত্রে তৎকালীন রাণীনগর থানার ওসি নিজে উপস্থিত ছিলেন। সেই সাথে বাঁকি সমস্ত সম্পদ ২৪ সালের ডিসেম্বরে বুঝে দেয়ার অঙ্গীকার করে কিন্তু সম্পদ বণ্টন করতে বলনে তিন ভাই মিলে আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং বিভিন্ন ভাবে ভয় ভীতি প্রদর্শন করে। তিনি তার জীবনের নিরাপত্তা, সম্পদের বন্টন এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের দৌরাত্ম থেকে এলকাবাসীদের রক্ষার জন্য সংবাদ সম্মেলন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *