ePaper

নওগাঁয় নবাগত পুলিশ সুপারের মাদকবিরোধি অভিযান দৃশ্যমান

মোয়াজ্জেম হোসেন, নওগাঁ

 নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ ০৬-১২-২৫ তারিখে  পৃথক পৃথক মোট তিনটা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এবং আট জন ব্যক্তিকে মাদকসহ গ্রেফতার করে। প্রথম অভিযানে নওগাঁ জেলার মান্দা থানাধীন কবুল পুর গ্রামে জনৈক  এমদাদের বাড়ির সামনে হতে  রাত. ০৯.৩০ ঘটিকায়  ০১ (এক) কেজি  ০৫ (পাচ) শত গ্রাম গাজা উদ্ধার  সহ   মাদক কারবারি  ১। সুজন (৪০) পিতা মৃ: তাহের সাং চক সাদাসিব থানা নিয়ামত পুর জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়।  ২য় অভিযানে রাত ১০.১০ ঘটিকায় নওগাঁ পৌর এলাকার শাফিন ফিলিং স্টেশনের সামনে থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার সহ আসামি ১। ফয়সাল (২৭) পিতা আ: মালেক সাং পার নওগাঁ হাজি পাড়া থানা জেলা নওগাঁ ও তার সহযোগী  তরিকুল  (৩৬) পিতা মৃত আছির সাং ভগবানপুর থানা বদলগাছি জেলা নওগাঁ দের গ্রেফতার করা হয়। একই তারিখে ৩য় ও শেষ অভিযানে রাত ১০.৪০ ঘটিকায় নওগাঁ পৌর এলাকার ঢাকা বাস ষ্ট্যান্ডের পাশে  হোটেল অবকাশের ৪০৬ নং কক্ষ থেকে ৬০ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার  সহ  ১। আবু সাইদ (৩১) পিতা শাহদত হোসেন সাং শিংবাচা থানা জেলা নওগাঁ ২। সোহেল (৩২) পিতা শরিফুল মন্ডল সাং সরিসপুর থানা জেলা নওগাঁ ৩। প্রকাশ রাজ বংশী (৩২) পিতা বিজয় রাজ বংশি সাং পাতিলা পাড়া থানা সাটুরিয়া জেলা মানিকগঞ্জ । (বর্তমানে নওগাঁ শহরের কালিতলা এলাকার  রত্না খানের ভাড়াটিয়া) ৪। জাকির (৩২) পিতা  আ: রাজ্জাক সাং নিয়ামতপুর( বালাহার) থানা নিয়ামত পুর জেলা নওগাঁ ৫। রিপন (৩২) পিতা হারুন অর রশিদ সাং চক প্রসাদ থানা জেলা নওগাঁ দের দখল হতে উদ্ধার করে গ্রেফতার করা হয়। প্রত্যেকটি উদ্ধারে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে  নিয়মিত মামলা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম জানান, আগামী দিনগুলিতে  নওগাঁ জেলায় মাদক বিরোধী কার্যক্রম আরো জোরদার করা হবে এতে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *